শিক্ষার্থীকে মারধরের বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

প্রকাশ : ২২ মে ২০১৭, ১৬:৩১

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের দুই শিক্ষার্থী মানিক ও রতনকে মারধরকারীর বিচার দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে একটি প্রতিবাদ র‌্যালি বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থী নির্যাতনের বিচার দাবিসহ চার দফা দাবি জানিয়ে প্রক্টর দপ্তরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চতুর্থ শ্রেণির কর্মচারী দ্বারা মারধরের শিকার হয়। এটা আমাদের জন্য লজ্জাজনক। এভাবে যদি শিক্ষার্থীরা লাঞ্ছনার শিকার হয় তবে প্রশাসন কি করে? প্রশাসনের থাকার দরকার আছে কী? 

তারা আরো বলেন, আমরা বারবার দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার বহিরাগতদের হাতে মারধরের শিকার হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নেওয়া হয় না। আর এ কারণেই শিক্ষার্থীদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ হচ্ছে না। আর এভাবে কর্মচারীর হাতে শিক্ষার্থী নির্যাতিত হলে বিশ্ববিদ্যালয়ের চেইন অব কমান্ড ভেঙে পড়ে। এজন্য অতিদ্রুত নির্যাতনকারী ও তার সহযোগিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী দিপু কুমারের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের রাবি শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল। এছাড়া মাস্টার্সের শিক্ষার্থী সাদ্দাম হোসেন, লিটন, ওমর ফারুক সরকার, তৃতীয় বর্ষের শিক্ষার্থী এমএ শাকিল ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিম আক্তার প্রমুখ বক্তব্য দেন। এসময় বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গত ১৮ মে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সুমনুজ্জামান সুমন ও তার সহযোগিদের হাতে মারধরের শিকার হন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দুই শিক্ষার্থী রতন আলী ও মানিক আলী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত