রাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু ১২ সেপ্টেম্বর

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৭, ১৮:৪৩

রাবি প্রতিনিধি

তথ্য অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী ‘টিআইবি-গোল্ড বাংলাদেশ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৭’ শুরু হচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর।

বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটরস্ বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) এর এ আয়োজনে সহযোগিতা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিযোগিতায় দেশের প্রায় অর্ধশত পাবলিক- সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। 

অনুষ্ঠানের প্রথম দিনে এর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান। এতে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। পরে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালায় মুখ্য আলোচক থাকবেন প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. এম. গোলাম রহমান।

এছাড়া প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি থাকবেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত