চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাথা ন্যাড়া করার অভিযোগ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ১৩:১৭

সাহস ডেস্ক

চাঁদপুরে আল আমিন একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি প্রস্তুতি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের মাথা ন্যাড়া করার শর্তে ফরম পূরণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রাইভেট না পড়ায় তাদের ইচ্ছা করে ফেল করানো হয়েছে। এই ঘটনায় দায়ী শিক্ষক জামাল হোসেন ন্যাড়া করার বিষয়টি অস্বীকার করলেও অধ্যক্ষ বিষয়টি দেখবেন বলে জানান।

জানা গেছে, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রায় ৪০০ শিক্ষার্থীর মধ্যে প্রস্তুতি (টেস্ট) পরীক্ষায় ৯১ জন কৃতকার্য হয়। বাকি ৩০০ শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়। পরে তাদের অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা নিলেও ফলাফল ঘোষণা করেনি কর্তৃপক্ষ। ফলাফল না ঘোষণা করে অতিরিক্ত টাকার বিনিময়ে ফরম পূরণ করা হচ্ছে এমনটাই অভিযোগ করেন অভিভাবকরা।

অভিযোগ রয়েছে প্রাইভেট না পড়ায় অনেক শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। অপরদিকে ইংরেজি শিক্ষক জামাল হোসেনের নির্দেশে ১৯ শিক্ষার্থী মাথা ন্যাড়া করতে বাধ্য হয়েছে।

সাহস২৪/রিয়াজ

সূত্র : কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত