সাতক্ষীরা রেঞ্চে শুরু হয়েছে বাঘ শুমারি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ১২:৪২

সাতক্ষীরা প্রতিনিধি

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চ এলাকায় শুরু হয়ে বাঘ শুমারির কাজ। এজন্য ক্যামেরা স্থাপন করে বাঘের গতিবিধি ও সংখ্যা নির্নয় করা হবে। মঙ্গলবার সুন্দরবনের দেবোকি বন টহল ফাঁড়িতে আনুষ্ঠানিকভাবে এ কর্যক্রমের উদ্বোধন করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক জহিরউদ্দীন আহমেদ।

উদ্বোধনকালে তিনি বলেন, আগামী চার মাস পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। বন বিভাগের বাঘ মনিটরিং প্রকল্পের আয়োজনে এ গননার কাজটি বাস্তবায়িত হচ্ছে। বাঘের প্রকৃত সংখ্যা নিরুপণ করাই এর উদ্দেশ্য।

উল্লেখ্য, কয়েক বছর আগেও শ্যামনগরের সুন্দরবন তীরবর্তী এলাকার মানুষরা বাঘের গর্জন শুনতে পেতো। অনেক সময় লোকালয়ে ঢুকে পড়তো। তাছাড়া সুন্দরবনে মধু সংগ্রহ বা মাছ ধরতে গেলে মানুষের উপর ঝাপিয়ে পড়তো বাঘ। এভাবে প্রতিনিয়ত বাঘের আক্রমনে আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে এমন ঘটনা নেই বললেই চলে। ধারণা করা যায় সুন্দরবনে বাঘের সংখ্যা কমেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত