নতুন প্রযুক্তির স্মার্টফোন কাম ট্যাবলেট আনবে মাইক্রোসফট

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭

সাহস ডেস্ক

মাইক্রোসফট নতুন প্রযুক্তির স্মার্টফোন কাম ট্যাবলেট বাজারে আনতে কাজ করছে। 

তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যা ভার্জ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। মাইক্রোসফটের এই ট্যাবলেটটি দেখতে অনেকটা লেনেভোর ইয়োগা ট্যাবলেট এর মতো। এটি ভাঁজ করা যাবে। থাকবে নমনীয় কব্জা। ফোন ও ট্যাবলেট যে ভাবেই হোক ব্যবহারকারীরা সানন্দে ব্যবহার করতে পারবে এটি। 

ইতিমধ্যে মাইক্রোসফট এ ট্যাবলেট কাম ফোনের প্যাটেন্ট সংগ্রহ করেছে বলেও এ প্রতিবেদনে প্রকাশ করা হয়। 

এটিতে থাকবে, মাইক্রোসফটের অরিজিনাল উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এ ট্যাবলেটে দুই কিংবা তিনটি স্ক্রিন থাকবে বলে জানা গেছে। যা ফোন ও ট্যাবলেট যেভাবেই হোক ব্যবহার বান্ধব হবে। 

ডিভাইসটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর দরদাম সম্পর্কেও ধারণা পাওয়া যায়নি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত