সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৭, ১৭:৫৫

সাতক্ষীরা প্রতিনিধি

তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে সহজলভ্য ও জনপ্রিয় করার লক্ষ্যে  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামূল হক।

মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মানুষকে উদ্বুর্দ্ধ করতে এই ডিজিটাল মেলার আয়োজন। বর্তমার সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশের সকল সেক্টরে ডিজিটাল ছোয়া লেগেছে। শহর থেকে গ্রামের সকল জায়গায় ডিজিটাল হাওয়া বইছে। ডিজিটাইলেজশন হওয়ায় দেশে অনেকাংশে দুর্নীতি কমেছে। সরকার সবার মাঝে ডিজিটাল বার্তা পৌছে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল মেলার আয়োজন করছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত