বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৪:০৬

সাহস ডেস্ক

ক্রাইস্টচার্চে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত। বৃষ্টি ও প্রবল বাতাস থাকায় আম্পায়াররা তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

শনিবার (২১ জানুয়ারি) রাত থেকেই ঝির ঝির বৃষ্টি অবিরাম ধারায় বয়েই চলেছে ক্রাইস্টচার্চে। থামার কোনো লক্ষণই নেই। স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার (বাংলাদেশ সময় ভোর পৌনে ৫টা) দিকে বৃষ্টির তেজ অনেকটাই কমেছে। তবে এখনও হালকাভাবে ঝরে যাচ্ছে বৃষ্টি।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে তৃতীয় দিনের প্রথম সেশন। টানা বৃষ্টিতে দিনের খেলাই শুরু হতে পারেনি। স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় ভোর ৬টা) নেয়া হয় লাঞ্চ বিরতি। কিন্তু তারপরও টানা বৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত এই দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেয়ারি জে শ্রী নাথ।

বৃষ্টির কারণে গতকাল থেকেই পিচ ও মাঠের অনেকটা অংশ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল। সেই কাভার সরানোর সুযোগই মেলেনি আজ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ক্রাইস্টচার্চে আগামী দুদিন বৃষ্টি হতে পারে। তাই এখন ম্যাচের ভবিষ্যৎ কী, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৮৯ রান করেছিল। আর দ্বিতীয় দিন শেষে কিউইরা সাত উইকেট হারিয়ে ২৬০ রান করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত