সাড়ে ১৪ কোটি রুপিতে স্টোকসকে দলে নিল পুনে

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৮

সাহস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলাম পর্বে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে কিনে নিল পুনে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

আইপিএলের ইতিহাসে বেন স্টোকসের এটি দ্বিতীয় সর্বোচ্চ দর। এর আগে গত আসরে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংকে রেকর্ড ১৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়াদ্রাবাদ।

ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরে অ্যান্ডারসনকে ১ কোটি রুপিতে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরু ১ কোটি রুপিতে দলে নিয়েছে ভারতীয় পবন নেগিকে। আর শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ২ কোটি রুপিতে ভিড়িয়েছে দিল্লি।

স্টোকসের পর ইংল্যান্ডের ফাস্ট বোলার টাইমাল মিলসকে সর্বোচ্চ ১২ কোটি রুপিতে দলে নিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে একজন বোলারকে সর্বোচ্চ দরে কেনা হলো। সাড়ে ৪ কোটি রুপিতে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার পেট কামিন্সকে দলে নিয়েছে দিল্লি। আর অজি সাবেক পেসার মিচেল জনসনকে ২ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে।

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আইপিএল দলে সুযোগ পেলেন মোহাম্মদ নবী। সানরাইজার্স হায়দ্রাবাদ এ অলরাউন্ডারকে ৩০ লাখ রুপিতে দলে নিয়েছে। ভারতীয় স্থানীয় ক্রিকেটার আনিকেত চৌধুরীকে ২ কোটি রুপিতে কিনেছে ব্যাঙ্গালুরু। আর তামিল নাড়ুর ফাস্ট বোলার টি নাতারঞ্জনকে ৩ কোটি রুপিতে পেয়েছে কলকাতা।

দ্বিতীয় আফগান ক্রিকেটার হিসেবে চমক দেখিয়েছেন লেগ স্পিনার রশিদ খান। বেজ প্রাইজ ৫০ লাখ রুপিতে থাকা এ ক্রিকেটারকে নিয়ে মুম্বাই ও হায়দ্রাবাদ বেশ লড়াই করে। কিন্তু শেষ পর্যন্ত ৪ কোটি রুপির বিশাল অঙ্কে তাকে দলে ভেড়ায় হায়দ্রাবাদ।

এখনও চলছে নিলাম।পরবর্তী নিলামে ডাক পাওয়া ক্রিকেটারদের নাম জানিয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত