লালমনিরহাটে কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ : ১২ মার্চ ২০১৭, ১৮:০৩

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে লালমনিরহাট পুলিশ লাইন মাঠে ৯ মার্চ শুরু হওয়া কাবাডি প্রতিযোগিতায় জেলার ৫টি থানার ৫টি দল অংশ নেয়। কালীগঞ্জ, আদিতমারী ও হাতিবান্ধা দলকে পরাজিত করে ফাইনালে বিজয়ী হয় পাটগ্রাম ও লালমনিরহাট সদর থানা দল। শনিবার বিকেলে ৪১ পয়েন্ট নিয়ে ৩ পয়েন্টের ব্যবধানে সদর থানার কাছে হেরে যায় পাটগ্রাম থানা দল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খাঁন।

পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএন নাছির উদ্দিন, অবসরপ্রাপ্ত ক্যাপটেন বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক বীরপ্রতিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত