‘অঘটন ঘটাতে না পারলে দ্বিতীয় লেগে ফেরা অসম্ভব’

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৭, ১১:৩৬

সাহস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে জুভেন্টাসের কাছে হারলো ৩-০ গোলে। বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা মনে করছেন দ্বিতীয় লেগে ফেরা ‘অসম্ভব’ হয়ে দাঁড়াবে কাতালানদের জন্য।

ম্যাচের পর বার্সা অধিনায়কের আক্ষেপটা প্রকাশ পেয়েছে এভাবে, ‘আমরা কিছু বাজে বিষয় দেখিয়েছি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে যদিও চিত্রপট পাল্টায়। আমাদের একটি গোল করার সুযোগ এসেছিল কিন্তু সেটি আসলে এখন কিছুই নয়।’

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও বুফনের দেয়াল টপকাতে পারেনি বার্সা। ফল হিসেবে দাঁড়ায় এই টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচে বড় হার। এমন দলকে নিয়ে ইনিয়েস্তা বলেছেন, ‘ওরা অনেক ভালো দল। যদি ভালো কিছু করে দেখাতে না পারেন তাহলে ক্ষতিটা ভালোভাবেই হবে।’

প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে ৪-০ গোলে হারের পরও দ্বিতীয় লেগ ৬-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে তারা। কিন্তু দলটা যখন জুভেন্টাস তখন সব কিছুতেই অন্ধকার দেখছেন ইনিয়েস্তা, ‘আমাকে এ বিষয়ে অনুভূতির কথা যদি বলেন তাহলে সেটা হবে আমি সেভাবে আলোর মুখ দেখছি না। আমরা যেভাবে খেলে থাকি সেটা করতে পারলে সম্ভব। না হলে অসম্ভব।’

সূত্রঃ গোলডটকম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত