বার্সাকে হারানোটাই আল্লেগ্রির সেরা সাফল্য

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৭, ১৭:১৮

সাহস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে হারানোর উচ্ছ্বাসে ভাসছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। জুভেন্টাস কোচ হিসেবে তিন বছরের মধ্যে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হারানোটাকেই নিজের সেরা সাফল্য হিসেবে দেখছেন ইতালিয়ান এই কোচ।

১১ এপ্রিল (মঙ্গলবার) নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে দিবালার নৈপুণ্যে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় জুভেন্টাস।

জয়ের প্রতিক্রিয়ায় আল্লেগ্রি নিজের উচ্ছ্বাসের কথা জানান, ‘এটা দুর্দান্ত পারফরম্যান্স। টেকনিক্যালি আমরা আক্রমণ ও রক্ষণে ভালো খেলেছিলাম। এটা সেমি-ফাইনালে ওঠার প্রথম পদক্ষেপ, কিন্তু দ্বিতীয় লেগ হবে ভিন্ন রকম। বলতে পারছি না, সেমিতে ওঠার কয় শতাংশ সুযোগ আছে আমাদের। তবে বার্সেলোনায় আমরা গোল করার লক্ষ্য নিয়ে যাব।’

তিনি আরো বলেন, ‘লিওনেল মেসি-লুইস সুয়ারেস-নেইমারে গড়া বার্সেলোনার আক্রমণভাগকে রুখে দেওয়ায় ছেলেদের প্রশংসা করেছেন আল্লেগ্রি। জুভেন্টাস প্রশংসা পাওয়ার যোগ্য; বার্সেলোনার পাসিং চ্যানেলগুলো কাটতে সবাই রক্ষণে অবদান রেখেছে। তা না হলে বল যখন লিওনেল মেসি, আন্দ্রেয় ইনিয়েস্তা বা লুইস সুয়ারেসের পায়ে যাবে, তখন আপনি সমস্যায় পড়বেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত