৫০০ গোলের মাইলফলক মেসির (ভিডিও)

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৭, ১২:৪৪

সাহস ডেস্ক

লা লিগা শিরোপার জন্যও ম্যাচটিকে টার্নিং পয়েন্ট দাবি করেছিলেন অনেকেই। ২৩ এপ্রিল (রবিবার) রাতে সেই মর্যাদার এল ক্লাসিকো ম্যাচেই জোড়া গোল করে ৫০০ গোলের মাইলফলকে পা রেখেছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি।

শেষ ছয়টি ক্লাসিকো ম্যাচে গোল বঞ্চিত ছিলেন মেসি। তবে দলের গুরুত্বপূর্ণ সময়েই করে জ্বলে উঠেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সান্তিয়াগো বার্নাব্যুতে ইনজুরি সময়ের শেষ মুহূর্তে মেসির দুর্দান্ত গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি।

মাঠে নামার আগে বার্সেলোনার হয়ে মেসির মোট গোল ছিল ৪৯৮টি। ম্যাচের ৩৩ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন তিনি। এরপর ম্যাচের শেষ মুহূর্তে দূরপাল্লার শটে রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে জার্সি খুলে উদযাপন করেন মেসি। তাতে রেফারির হলুদ কার্ড দেখতে হয় তাকে। কিন্তু দলকে জয় উপহার দিতে পারা এবং ৫০০তম গোলের উচ্ছ্বাসে যেন হলুদ কার্ডের বিষাদ ঢাকা পড়ে যায়। সেই সঙ্গে দারুণ জয়ে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে উঠল বার্সা।

ক্লাসিকোর ইতিহাসে ২১ গোল নিয়ে আগেই শীর্ষে ছিলেন মেসি। গতকালের জোড়া গোলে সংখ্যাটিকে ২৩ এ নিয়ে গেলেন আর্জেন্টিনা অধিনায়ক। ক্লাব ক্যারিয়ারে পাঁচশ গোলের ৩৪৩টিই মেসি করেছেন লা লিগার ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জার্সিতে তার গোল ৯৪টি। এছাড়া কাতালানদের হয়ে কোপা দেল’রেতে ৪৩, স্প্যানিশ সুপার কাপে ১২, ক্লাব বিশ্বকাপে ৫ ও ইউরোপিয়ান সুপার কাপে ৩টি গোল রয়েছে গ্রহের সেরা এ ফুটবলারের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত