চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৭, ১৫:১৫

সাহস ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে মাসুদ-উল-হক ইন্সটিটিউট মাঠে শুক্রবার বিকেলে দু’দিনব্যাপী আদিবাসী ফুটবল প্রতিযোগিতা শেষ হয়েছে।

ঝিলিম ইউনিয়নের জুগিডাইং গ্রামের আদিবাসী সোনালী যুবসংঘ আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীর তানোর উপজেলার চন্দনকোঠা আদিবাসী ফুটবল দল। তারা ২-০ গোলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশিঘুটু আদিবাসী ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দুটি গোলই করেন হারাধন মার্ডি।

প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ১৬টি আদিবাসী ফুটবল দল অংশ নেয়। চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা ও ট্রফি এবং রানার আপ দলকে ১০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর প্যানেল মেয়র সাইদুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ মতিউর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত