রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকার বিপক্ষে জিতলো রংপুর

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ১৫:৪৩

সাহস ডেস্ক

বিপিএলের ২৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। শেষ বলের রোমাঞ্চকর নাটকের ম্যাচে ঢাকাকে ৩ রানে হারিয়েছে রংপুর।

২১ নভেম্বর (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে সন্ধ্যা ৬টায় নামে এ দুই দল।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডায়নামাইটস দলপতি সাকিব। ব্যাট হাতে ঝড় তুলে হাফ-সেঞ্চুরি করেন রংপুরের ওপেনার ক্রিস গেইল। আর বল হাতে ঢাকার দলপতি সাকিব তুলে নেন ৫টি উইকেট।

ব্যাট করতে নেমে রংপুর ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১৪২ রান। জবাবে, ঢাকা ডায়নামাইটস ২০ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১৩৯ রান।

মিরপুরে রংপুরের ব্যাটিং উদ্বোধন করেন ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম। টানা দ্বিতীয় ম্যাচেও ব্যাটে ঝড় তুলে হাফ-সেঞ্চুরি করেন গেইল। ম্যাককালাম ব্যক্তিগত ৬ রান করে আফ্রিদির বলে বোল্ড হলেও ঢাকার বোলারদের স্বস্তিতে থাকতে দেননি আবু হায়দার রনির হাত ফসকে জীবন পাওয়া গেইল। ২৮ বলে ৫টি চার আর চারটি ছক্কায় করেন ৫১ রান। মোসাদ্দেক হোসেনের বলে সেই রনির হাতেই ধরা পড়েন ক্যারিবীয়ান ব্যাটিং দানব।

তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন ২৬ বলে করেন ২২ রান। শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে আসে ৯ রান। কিছুটা উপরে ব্যাটিংয়ে এসে রংপুর দলপতি মাশরাফি ১১ বলে একটি চার আর একটি ছক্কায় করেন ১৫ রান। ৯ বলে একটি করে চার ও ছক্কায় ১৫ রান করে বিদায় নেন থিসারা পেরেরা। আর কেউ বলার মতো রান করতে পারেননি।

সিলেট পর্বের পর এই ম্যাচের মধ্যদিয়ে শেষ হলো ঢাকা-১ পর্ব। এরপর বিপিএল যাবে চিটাগংয়ে। বন্দরনগরী ছেড়ে আবারো বিপিএল ফিরবে ঢাকায়।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত