৫০তম হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড, জিতলো রিয়াল

প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১৬:১৩

সাহস ডেস্ক

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকে আরেকটি রেকর্ড গড়ল পুর্তগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় তার হ্যাটট্রিকে জিরোনাকে হারিয়ে তৃতীয় স্থানে উঠেছে জিদানের রিয়াল মাদ্রিদ। 

১৮ মার্চ (রবিবার) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ৬-৩ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

খেলার ১১ মিনিটে দলকে এগিয়ে নিয়েছেন আগুনে ফর্মে থাকা রোনালদো। টনি ক্রুসের ক্রস থেকে গোলটি করেন। যদিও ২৯ মিনিটে জিরোনাকে সমতায় ফেরান স্টুয়ানি। তাতেও রোনালদোকে থামাতে পারেনি জিরোনা। 

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে জিরোনার জাল কাঁপিয়েছেন আরও তিনবার। এর মাঝে ভেসকেস ৫৯ মিনিটে জাল কাঁপিয়েছেন একবার। ৮৬ মিনিটে গ্যারেথ বেল করেন পঞ্চম গোলটি।

দ্বিতীয়ার্ধে জিরোনা আরও দুইবার রিয়াল মাদ্রিদের জালে বল পাঠালেও তা হারের ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ দিকে অতিরিক্ত সময়ে রোনালদোর ষষ্ঠ গোলে ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।  

সবশেষ জিরোনার বিপক্ষে লিগ ম্যাচে চারবার লক্ষ্যভেদ করেন পর্তুগিজ সুপারস্টার। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে গোল করলেন ৩৩ বছর বয়সী রোনালদো। লা লিগায় টানা চার ম্যাচ, যেখানে অন্তত দু’বার করে জালের দেখা পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এই জয়ে ভ্যালেন্সিয়াকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ।২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত