গাজী গ্রুপকে হারিয়ে সুপার লিগ শুরু আবাহনীর

প্রকাশ : ২৪ মার্চ ২০১৮, ১৮:০৭

সাহস ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষে শুরু হয়েছে সুপার লিগ পর্ব। এই সুপার লিগ পর্বের প্রথম ম্যাচেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী লিমিটেড।

আজ ২৪ মার্চ (শনিবার) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপকে ৭৩ রানে হারিছে আবাহনী লিমিটেড।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান করে আবাহনী লিমিটেড। দলের হয়ে সর্বোচ্চ হানুমা বিহারীর ১২৪ বলে ১০ চার ১ ছয়ে ১০৯ রানের সেঞ্চুরি এবং অপরাজিত মোহাম্মদ মিথুন ৬১ বলে ৬ চার ১ ছয়ে ৭২ রান করেন।

গাজী গ্রুপের হয়ে বলা হাতে সর্বোচ্চ মেহেদি হাসান ও আবু হায়দার ২টি করে এবং মমিনুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৩ ওভারে সব উইকেট হারিয়ে ২০৫ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের হয়ে সর্বোচ্চ ভারতীয় ক্রিকেটার আনুস্টপ মজুমদার ৮০ বলে ৪ চারে ৬৪ রান এবং মমিনুল হক ৫১ বলে ৬ চারে ৪৬ রান করেন।

আবাহনীর হয়ে সর্বোচ্চ সানজামুল ৪টি এবং মাশরাফি মোরতাজা, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন।

ম্যাচের ফলাফল: আবাহনী ৭৩ রানে জয়ী। ম্যাচ সেরা: হানুমা বিহারী (আবাহনী)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত