টি-টোয়েন্টিতে ১৮ থেকে বেড়ে ১০৪ দল

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৮, ১৪:১৭

সাহস ডেস্ক

ক্রিকেটের বিশ্বায়নে নতুন সিদ্ধান্তে আইসিসি। তাদের সহযোগী সব সদস্যকে টি-টোয়েন্টির মর্যাদা দিচ্ছে ক্রিকেটের শীর্ষ সংস্থা। এতে করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮ থেকে ১০৪ এ।

কলকাতায় সভা শেষ হওয়ার এক সপ্তাহ পরে আজ ২৭ এপ্রিল (শুক্রবার) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি।

এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘ক্রিকেটের বিশ্বায়নে টি-টোয়েন্টি ফরম্যাটকে ব্যবহার করার কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলো। আন্তর্জাতিক ক্রিকেটে সব সদস্যের খেলা সম্ভব করতে নতুন মানদণ্ড নির্ধারণ করা হবে।’

এই সিদ্ধান্ত অনুযায়ী যে কোনও টি-টোয়েন্টি ম্যাচই আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা পাবে।

আগামী ১ জুলাই থেকে মেয়েদের ক্রিকেটে এই সিদ্ধান্ত কার্যকর হবে, আর ছেলেদের ক্রিকেটে হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে।

আগামী অক্টোবর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত ধাপে ধাপে পূর্ণ র‌্যাংকিং প্রকাশ করা হবে। বর্তমানে আইসিসির ১২টি পূর্ণ সদস্যের সঙ্গে কেবল ছয়টি সহযোগী দেশ আন্তর্জাতিক ম্যাচ খেলে- স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ওমান। আইসিসির ৯২টি সহযোগী দেশের বাকি ৮৬ দেশও নতুন করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দল হিসেবে পরিচিতি পাচ্ছে।

সাহস২৪.কম/খান/ রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত