চিরন্তন ভালোবাসার ইতি চাই না : ইনিয়েস্তা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৮, ১৪:১৭

সাহস ডেস্ক

২২ বছরের ক্লাব ক্যারিয়ারটা রাঙিয়ে নিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা।  তার আবেগঘন বিদায়টা স্বরণীয় করতে মেসিরা নিশ্চিত করেছে লা লিগার শিরোপা। সতীর্থদের এমন ভালোবাসার জবাবে ভাষা খুঁজে পাননি ইনিয়েস্তা। 

ভালোবাসার এমন রূপটা শাশ্বত বলেই তার অনুভূতিটা অব্যক্ত, ‘এর অনুভূতি কিন্তু বর্ণনা করা যাবে না। ব্যক্তিগত ভাবে হোক, ক্রীড়াব্যক্তিত্ব হিসেবেই হোক- মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেলে এর প্রতিউত্তরের কোনও ভাষা খুঁজে পাওয়া যায় না।’

এমন ভালোবাসার ইতি চান না ইনিয়েস্তা। চিরন্তন এমন অনুভূতি লুফে পেতে চান আজীবন ‘এমন চিরন্তন ভালোবাসার জন্যে ধন্যবাদ।  এর ইতি চাই না।’

২৯ এপ্রিল (রবিবার) দিবাগত রাতে দিপোর্তিভো লা করুনাকে হারিয়ে লা লিগার শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্টরা।  কিছুদিন আগে নিশ্চিত হয়েছে কোপা দেল রে। পুরো মৌসুমে বার্সার পারফরম্যান্স ছিল ধারাবাহিক। লিগ জিতে তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইনিয়েস্তা, ‘আমি মনে করি দলটা এর যোগ্য ছিল।  আরেকটা লিগ জিতে আমি আনন্দিত।’

ঘরোয়া মৌসুম দুর্দান্ত গেলেও এবারের চ্যাম্পিয়নস লিগ বার্সার জন্য ছিল আক্ষেপের।  ছিটকে যাওয়ায় লিগ ও চ্যাম্পিয়নস লিগের পার্থক্য রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ইনিয়েস্তা বলেন, ‘প্রতিটা প্রতিযোগিতার কঠিন দিক রয়েছে।  এর সঙ্গে লিগ অথবা চ্যাম্পিয়নস লিগের ফরম্যাটের কোনও সম্পর্ক নেই।  যার যার জায়গা থেকে পৃথক মর্যাদা রয়েছে।’

বার্সার হয়ে আর ৪ ম্যাচ খেলার সুযোগ পাবেন ইনিয়েস্তা।  ২২ বছর পর ক্লাব ছেড়ে যাচ্ছেন বলে ভবিতব্য কী হবে? এমনটা জানতেই চাইলে ইনিয়েস্তার জবাব, ‘এখনও কিছু জানি না।  মৌসুমটা ঠিকমতোশেষ হলে সব কিছুই নিজের নিয়মে চলবে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত