ট্রাম্পের নামে ফুটবল ক্লাবের নামকরণ

প্রকাশ : ১৪ মে ২০১৮, ১৮:২৯

সাহস ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তে কৃতজ্ঞতাস্বরূপ নিজেদের নামই পাল্টে ফেলেছে এক ইসরায়েলি ফুটবল ক্লাব! ‘বেইতর জেরুজালেম’ নামের ক্লাবটির নতুন নাম এখন ‘বেইতর ট্রাম্প জেরুজালেম’।

খবরের শিরোনামে এর আগেও এসেছিলো ইসরায়েলি ক্লাব ‘বেইতর জেরুজালেম’। তবে সেটা বর্ণবাদী আচরণের কারণে। এবার তারা শিরোনামে এসেছে আরও একটি বিতর্কিত কর্মের জন্যই।

সম্প্রতি দখলকৃত পূর্ব জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবেও স্বীকৃতি দেন তিনি। তার সেই সিদ্ধান্তে সারা বিশ্বেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ ১৩ মে (সোমবার) তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থাপিত হতে যাচ্ছে মার্কিন দূতাবাস। 

এমন দিনকে সামনে রেখে বেইতর জেরুজালেম তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ট্রাম্পের প্রতি সম্মান জানিয়ে তাদের নাম পরিবর্তন করে ‘বেইতর ট্রাম্প জেরুজালেম’ রাখা হয়েছে।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত