আমার চেয়ে ওরটাই ভালো ছিল: জিদান

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৭:৫৫

সাহস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গ্যারেথ বেলের জোড়া গোলে চ্যাম্পিয়ন হয়েছে জিনেদি জিদানের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু এই ফাইনালে বেলের শুরুর একাদশে থাকা নিয়ে গুঞ্জন ছিল। ফাইনালে তেমন সম্ভাবনার বাস্তবায়নই দেখলো ফুটবল বিশ্ব। তারপরেও গ্যারেথ বেল মার্সেলোর ক্রসে যা সৃষ্টি করে দেখালেন এক কথায় তা ছিল-অবিশ্বাস্য! যার বাই সাইকেল গোলের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে তারই গুরু জিনেদিন জিদানের! 

২০০২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এমনই এক গোলের শিল্পী ছিলেন জিদান। তুলনা আসতেই পারে কার গোলটি সেরা, গুরু নাকি শিষ্যের? এর জবাবে গুরু এগিয়ে রাখলেন শিষ্যকেই!

লিভারপুলের বিপক্ষে বদলি হয়ে নেমে বেল দেখিয়ে দিয়েছেন তার কারিশমা। ওয়েলশ ম্যানের এমন গোলের পর শিষ্যকে হতাশ করলেন না রিয়াল কোচ জিনেদিন জিদান, ‘আসলে এভাবে আমি বলতে পারবো না একটির চেয়ে আরেকটি ভালো। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবাই অসাধারণ কৃতিত্ব উপহার দিয়েছে। তবে এটুকু বলতেই পারি আমার চেয়ে ওরটাই ভালো ছিল।’

জয়ের পর উচ্ছ্বসিত এই কোচ বলেন, ‘এর প্রকাশের কোনও ভাষা আমার জানা নেই। ছেলেরা যেভাবে বলেছে মুহূর্ত নিজের মুঠোয় নিয়ে নেওয়া উচিত। আমরা ইতিহাস গড়েছি আর এই অভিজ্ঞতা নিয়েই বেঁচে থাকবো।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হারে অনেকেই দোষ দিচ্ছেন লিভারপুল গোলকিপার কারিউসকে। যার প্রতিরোধের অভাবেই হয়ে গেছে দুটি গোল। এর ব্যাখ্যায় জিদান অবশ্য সমব্যাথী ছিলেন জার্মান খেলোয়াড়ের, ‘খেলায় আসলে এমনটি হয়েই থাকে। আমরা এখনও নিজেদের সুযোগের বিষয়টিতে এখনও বিশ্বাস রাখি। এমনকি ওরা যখন সম পর্যায়ে থাকে তখনও।’

সংবাদ সম্মেলনে আবারও ঘুরে ফিরে এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ প্রসঙ্গ। ম্যাচের শেষ দিকে সরাসরি রিয়াল ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন রিয়ালের প্রাণভোমরা। এমন প্রসঙ্গে আসতেই রিয়াল কোচ শিরোপা উৎসব নিয়েই মেতে থাকতে চাইলেন, ‘এই মুহূর্তে এ নিয়ে ভাবছি না। এখন শুধু খেলা নিয়েই ভাবছি, যা কিছু অর্জন করেছি তা নিয়েই ভাবছি।’

 

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত