‘ব্রাজিলিয়ানদের ফাউল আর ট্যাকলের মধ্য দিয়েই যেতে হবে’

প্রকাশ : ১৯ জুন ২০১৮, ১৬:২০

সাহস ডেস্ক

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কৌতিনহো বলছেন, ‘পুরো বিশ্বকাপেই ব্রাজিল দলের খেলোয়াড়দের যেতে হবে ফাউল আর ট্যাকলের মধ্য দিয়েই।’ এর আগে পায়ের পাতার হাড় ভেঙ্গে নেইমার ও ডি সিলভা মাঠের বাইরে ছিলেন প্রায় তিন মাস। বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে সেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডই শিকার হয়েছেন সুইজারল্যান্ড ফুটবলারদের মুহুর্মুহু ট্যাকলের। 

গত ১৭ জুন (রবিবার) রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। কৌতিনহো দারুণ এক দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়েও নিয়েছিলেন। তবে, সুইসরাও গোল পেয়ে যাওয়ায় ১-১ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ড্র ম্যাচে সুইস দল ব্রাজিলের এক নেইমারকেই ফাউল করেছে দশবার। পুরো বিশ্বকাপে এভাবেই খেলতে হবে। বার্সেলোনা তারকা কৌতিনহো বলছেন, ‘সুইজারল্যান্ড আমাদের অনেক আঘাত করেছে। অবশ্য আমি মনে করি সব ম্যাচেই এমনটা হবে। আমরা বিশ্বকাপের কথা বলছি। এখানে সবাই চাইবে ম্যাচ বাঁচাতে।’

উপর্যুপরি ফাউলে নেইমারের পরের ম্যাচে মাঠে নামা নিয়ে ছিল একটা শঙ্কা। তবে কৌতিনহো বলছেন সতীর্থর দেখা মিলবে মাঠে, ‘নেইমার ঠিক আছে। তবে ম্যাচ চলার সময়ই আপনারা দেখেছেন তাঁরা একের পর এক ফাউল করে গেছে। দরকার নেই এমন ফাউলও করেছে ওরা। ম্যাচটা থেমে গেছে ওখানেই।’

প্রথম ম্যাচ ড্র করে কৌতিনহোদের চাওয়াটা যে থাকছে পরের ম্যাচগুলোতে জয় নিয়েই মাঠ ছাড়া, সে নিশ্চিত। আপাতত সেই লক্ষ্য নিয়েই আগামী ২২ জুন (শুক্রবার) সন্ধ্যা ৬টায় কোস্টারিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় লড়াইয়ে নামবে সেলেসাওরা।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত