তর সইছে না, অধৈর্য হয়ে পড়েছেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট

প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৭:৩৩

সাহস ডেস্ক

তর সইছে না। অধৈর্য হয়ে পড়েছেন তিনি। বিশ্বকাপ ফাইনালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা  গ্রাবার কিতারোভিচ।

গত ১১ জুলাই (বুধবার) ইংল্যান্ডকে হারিয়ে ক্রোয়েশিয়া উঠেছে ফাইনালে। 

আজ ১৫ জুলাই (রবিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা যুদ্ধে তাদের সামনে ফ্রান্স। 

গত ১৩ জুলাই (শুক্রবার) কোলিন্দা বলেছেন, ‘ভীষণ উত্তেজিত। রবিবার পর্যন্ত কী করে অপেক্ষা করব তা নিজেও বুঝতে পারছি  না।’

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ উপস্থিত থাকবেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট। প্রিয় দলকে সমর্থন জানাতে। কোলিন্দা বলেছেন, ‘আমার  বিশ্বাস চ্যাম্পিয়ন হব আমরাই।’

১৯৯৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া তৃতীয় হয়েছিল। এবার তারা ফাইনালে। আর একটা ধাপ। জিততে পারলেই ইতিহাস লিখবেন মদ্রিচ,  রাকিতিচরা। ফাইনাল দেখার জন্য ক্রোয়েশিয়া থেকে অনেক সমর্থক আসছেন মস্কোয়।

পাসপোর্ট নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য ক্রোয়েশিয়া প্রশাসন বাড়তি সময় কাজ করে চলেছে। ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন  অবশ্য ফিফার কাছে বাড়তি টিকিটের আবেদন করেছিল। কিন্তু টিকিট শেষ। তাই কালোবাজারে টিকিট কেনা ছাড়া উপায় নেই।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত