রোনালদোর জন্য জুভেন্টাসের মৌসুমের সব টিকিট শেষ

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৬:৫৮

সাহস ডেস্ক

সম্প্রতি শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপরে নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বিশ্বকাপের বিদায়ের পর ক্লাব রিয়াল মাদ্রিদ থেকেও ৯ বছরের ক্যারিয়ার শেষ করে বিদায় নিয়েছে সিআর সেভেন। এরপর এই সেরা তারকা ১০৫ মিলিয়ন ইওরোতে যোগ দিয়েছেন ইতালির ক্লাব জুভেন্টাসে। 

তবে আগেই ধারণা করা হয়েছিল ইতালিতে রোনালদো আসায় ব্যাপক প্রভাব পড়বে ফুটবলে। অবশেষে সেই ধারণাই বাস্তবে রূপ নিল। রিয়াল ছেড়ে ইতালিতে আসছেন এমন ঘোষণার পরই সব শেয়ারের দাম বৃদ্ধি পায়। এরপর তার জার্সি প্রথম দিনেই বিক্রি হয়েছে ৫ লাখ।

এবার তো পুরাই বাজিমাত করলেন তিনি। ২০১৮-১৯ মৌসুম এখনো শুরু হয়নি। কিন্তু ইতোমধ্যেই ঘরের মাঠে জুভেন্টাসের গোটা মৌসুমের ম্যাচগুলো দেখার টিকিট (সিজন টিকিট) ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই লুফে নিয়েছেন ক্লাবের সদস্যরা।

ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত মৌসুমের ৯৫ শতাংশ টিকিট যারা নিয়েছিল তারা এবার টিকিটের পরিমাণ নবায়ন করার জন্য ক্লাবের উপর চাপ দিচ্ছে।’

গত বৃহস্পতিবার (১৯ জুলাই) মাত্র এক ঘন্টার মধ্যে নির্ধারিত টিকিটগুলো বিক্রি হয়ে গেছে। তবে ক্লাব সদস্যদের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে তাদের মধ্যে টিকিটগুলো এখনো দেয়া হয়নি। এবারের মৌসুমে টিকিটের দাম বাড়ানো সত্বেও বিক্রি মোটেই কম হয়নি। আর এ সবকিছুই রোনালদোর জন্য।

জুভেন্টাসের ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘এ বছর সিজন টিকিটের চাহিদা এতটাই যে সাধারণের জন্য তা আলাদা করে ছাড়া হবে না। মৌসুম শুরু হতে আর মাত্র এক মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে ২৫ হাজার ৩০০ সিজন টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সঙ্গে ৪ হাজার প্রিমিয়াম (টিকিট) যোগ করলে সিজন টিকিটের (বিক্রি হওয়া) মোট সংখ্যাটা দাঁড়ায় ২৯ হাজার ৩০০।’

টানা সাতবারের সিরি আ চ্যাম্পিয়নরা এর আগে টিকিটের দাম ৩০ শতাংশ বাড়িয়েছিল। তা সত্ত্বেও এবার সিজন টিকিট ছাড়ার পর মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে গেছে। সিজন টিকিট আগের মৌসুমে যারা নবায়ন করছেন এবং ক্লাব সদস্যদের বাইরে সাধারণ কোনও সমর্থক এবার আর তা কেনার সুযোগ পাচ্ছেন না। সংবাদমাধ্যম জানিয়েছে, ‘২০১৮-১৯ মৌসুমের টিকিট বিক্রি থেকে ‘৩ কোটি ইউরোর বেশি’ আয় করেছে জুভেন্টাস।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত