মাদারীপুরে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ২০ জুলাই ২০১৬, ১৮:৩১

অজয় কুন্ডু

মাদারীপুর সদর উপজেলা পরিষদ চত্বর পুকুরে বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলা সাঁতারু অন্বেষণ প্রতিযেগিতা।

বুধবার (২০ জুলাই) বেলা ১১টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস। 

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এর বাছাই পর্বে জেলার ৪ উপজেলা থেকে ৮৪ জন সাতারু অংশ নেয়। এর মধ্যে ১ম, ও ২য় স্থান অধিকারী ১৮ জন ছেলে ও মেয়ে নির্বাচন করা হয়। এদেরকে প্রাথমিক অবস্থায় ১ হাজার টাকা, সনদপত্র ও টি-সার্ট পুরস্কার প্রদান করা হয়। এই ১৮ জনসহ সারাদেশের ৬৪টি জেলা থেকে বাছাই পর্ব শেষে এক হাজার সাঁতারুকে বাছাই করে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হবে।

সাঁতার উপ-কমিটির এমডিএস নরুল আমিন বাবু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সুইমিং ফেডারেশনের সভাপতি কমান্ডার এস এম মাহমুদুর রহমান(সি), পিএসসি, বিএন, লে. কমান্ডার এম নাঈমুল হক(এস), বিএন, লে. কমান্ডার এম নাহিদ (এক্স) বিএন, জেলা পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভা মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত