ভোলাহাটে ২৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩২

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএমএস) উদ্যোগে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হতদরিদ্র ২৫ জন নারীকে বিনামূল্যে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে টিএমএসএস কার্যালয়ে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আত্মকর্মস্থান সৃষ্টি ও স্বাবলম্বি করার লক্ষ্যে ৩০ দিনের প্রশিক্ষণের পর সেলাই মেশিনগুলি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে টিএমএমএস’র চাঁপাইনবাবগঞ্জ জোনের সহকারী পরিচালক জাহিদুর রহমান, প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান খান, গোমস্তাপুর অঞ্চল প্রধান আশরাফুল ইসলাম, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, প্রধান শিক্ষক আল আমিন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউপি সদস্য কামরুজ্জামান, শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত