‘গণতন্ত্র হতাশাজনক হতে পারে ’

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৬, ১১:৩৮

সাহস ডেস্ক

গণতন্ত্র হতাশাজনক হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। 

স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) পেরুর রাজধানী লিমায় ইয়াং লিডার্স অব আমেরিকাস ইনিশিয়েটিভি (ওয়াইএলএআই) আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ওবামা বলেন, নতুন প্রেসিডেন্ট হলে ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকা-যুক্তরাষ্ট্র সম্পর্কে নীতিগত তেমন কোনো পরিবর্তন আনবেন না। তবে তিনি বলেন, বাণিজ্য বিষয়ে উত্তেজনা বাড়বে।

যুক্তরাষ্ট্রের আসন্ন নতুন প্রশাসন সম্পর্কে বারাক ওবামা বলেন, তারা সিদ্ধান্ত নেবে, আসলে যুক্তরাষ্ট্র ও তার বাণিজ্য অংশীদার উভয়ের জন্যই ভালো হবে। ওবামা কিছুদিন আগে একই বিষয়য়ে উপদেশ দেন ইউরোপীয় নেতাদের।

ওবামা বলেন, গণতন্ত্র নির্বাচনের চেয়ে বেশি কিছু।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র হতাশাজনক হতে পারে কারণ আপনি যা চান, তা সব সময় শতভাগ পাবেন না। গণতন্ত্রের অর্থ হলো, কখনো কখনো আপনাকে আপস করতে হয়। এবং এর অর্থ হলো আপনি যেমন আশা করেন, সে রকম করে নির্বাচনের ফল নাও পেতে পারেন।

দায়িত্ব পালনরত অবস্থায় পেরুতে ওবামার এটি শেষ বিদেশ সফর। এর আগে তিনি এথেন্স, বার্লিন সফর করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত