সিরিয়ায় জঙ্গিদের ভবনে বিমান হামলায় ৩০ জন নিহত

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৭, ১২:১৬

সাহস ডেস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গিদের অবস্থানরত একটি ভবনে বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন। হামলায় ১২ জনেরও বেশি মানুষ আহত হন। 

সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্য-ভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার (৩ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন। 

তবে উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারমাদার শহরতলীতে ইতোপূর্বে নুসরা ফ্রন্ট নামে পরিচিত জঙ্গিগোষ্ঠীর ব্যবহৃত ওই ভবনে রুশ নাকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে তা ঠিক নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সিরিয়ায় রাশিয়া এবং তুরস্ক সমর্থিত অস্ত্রবিরতির পঞ্চমদিন ছিল। 

রুশ-তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রবিরতি সমঝোতায় ইসলামিক স্টেট (আইএস) এবং বর্তমানে জাবহাত ফতেহ আল-শাম নামে পরিচিতি সাবেক নুসরা ফ্রন্ট অন্তর্ভুক্ত নয়। 

জাবহাত ফতেহ আল-শামের মুখপাত্র আবু আনাস আল-শামি বলেন, আন্তর্জাতিক জোট এই হামলা চালিয়েছে। ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি বলছে, ভবনটিতে থাকা বেশ কয়েকজন বন্দিও এই হামলায় হতাহত হয়েছেন। তবে জাবহাত ফতেহ আল-শামের মুখপাত্র ভবনটিকে কারাগার হিসেবে ব্যবহারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

গেল বছর জুলাইয়ে নুসরা ফ্রন্ট থেকে জাবহাত ফতেহ আল-শাম নাম গ্রহণ করে গোষ্ঠীটি। পাশাপাশি ওই সময়েই আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্নেরও ঘোষণা দেয় তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত