সিরিয়া সীমান্তের ৭টি গ্রাম ইরাকি বাহিনীর দখলে

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৭, ১১:৩৪

সাহস ডেস্ক

সিরিয়া সীমান্তে রাওয়া, আনাহ্ ও আল-কাইম শহরকে মুক্ত করার অভিযানের অংশ হিসেবে আরও সাতটি গ্রাম জঙ্গিদের দখল থেকে মুক্ত করেছে ইরাকি বাহিনী। 

জানা যায়, ইরাকের জনবহুল এই এলাকাগুলিই ছিলো আইএস জঙ্গিদের শেষ শক্তিশালী ঘাঁটি। এছাড়া ইরাকি বাহিনী আল-সাগরা'র উপকণ্ঠে পৌঁছে গেছে বলেও সিরিয়ার সামরিক সূত্র থেকে সংবাদমাধ্যমে জানানো হয়।

ইতোমধ্যে ফালুজার হিত ও প্রাদেশিক রাজধানী রামাদিকে মুক্ত করেছে ইরাকি বাহিনী। এছাড়া ২০১৪ সালে দখলে নেওয়া নগরী মসুলকে গত বছরের ১৭ অক্টোবর থেকে মুক্ত করার অভিযান শুরু করে ইরাকি বাহিনী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত