নেদারল্যান্ডে এরদোয়ানপন্থি বিক্ষোভ ছত্রভঙ্গ

প্রকাশ : ১২ মার্চ ২০১৭, ১২:৪৪

সাহস ডেস্ক

গণভোটের প্রচারণার জেরে তুরস্কের সঙ্গে নেদারল্যান্ডের বিরোধের মধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান সমর্থকদের  বিক্ষোভ-সমাবেশ ভেঙে দিয়েছে ডাচ পুলিশ।

১১ মার্চ (শনিবার) নেদারল্যান্ডের রটেরডাম শহরের একটি কনস্যুলেটে পুলিশ তুরস্কের সামাজিক নীতি বিষয়ক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়াকে ঢুকতে না দেওয়ার কয়েকঘণ্টা পরই এ বিক্ষোভ দমন করেছে। 

১২ মার্চ (রবিবার) সকালে জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে পুলিশ। 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা বাড়াতে ১৬ এপ্রিলে সংবিধান সংশোধন নিয়ে গণভোট হওয়ার কথা রয়েছে।

তুরস্কের দুইজন মন্ত্রী রটেরডামে তুর্কিদের উদ্দেশে এ গণভোটেরই প্রচার চালাতে গেলে ১১ মার্চ (শনিবার) তাতে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ বাধা দেয়। এরপর পরই সন্ধ্যায় আরেক তুর্কি মন্ত্রীকে কনস্যুলেটে ঢুকতে বাধা দেওয়া এবং পরে তাকে জার্মান সীমান্ত দিয়ে বের করে দেওয়া হলে পরিস্থিতির আরও অবনতি হয়। ওই ঘটনার প্রতিবাদে তুরস্কের কনস্যুলেটের সামনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের শত শত সমর্থক বিক্ষোভে নামে। পুলিশ ১২ মার্চ (রবিবার) সকালের জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে। নিরাপত্তাজনিত কারণে আঙ্কারা ও ইস্তাম্বুলের ডাচ দূতাবাসে যাতায়াতও বন্ধ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা আরও বাড়ানো হবে কিনা সে প্রশ্নে তুর্কিরা আগামী মাসে ভোট দেবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত