ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার ঘটনায় আটক ৭

প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৯:০০

সাহস ডেস্ক

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে আটক করেছে দেশটির পুলিশ।

২৩ মার্চ (বৃহস্পতিবার) ব্রিটেনের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মার্ক রাউলি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। ২৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় নিহতরা হলেন- এক নারী (৪০), এক পুরুষ (৫০), পুলিশ সদস্য কেইথ পামার ও হামলাকারী।

তিনি বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করছি যে, হামলাকারী একাই ছিল ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দ্বারা অনুপ্রাণিত ছিল। এই মুহূর্তে জনগণের জানমালের জন্য হুমকি হওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই।’

২২ মার্চ (বুধবার) হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে গাড়ি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ওই হামলার ঘটনায় হামলাকারীসহ চারজন নিহত হন।

হামলাকারী ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে আসার সময় কয়েকজন পথচারীকে চাপা দেন। পরে তার গাড়িটি হাউস অব কমন্সের সীমানাঘেঁষা রেলিংয়ে আঘাত হানে। হামলাকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হন। এ ছাড়া, তিনি গুলি ছোড়েন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।

তথ্যসূথ : রয়টার্স ও বিবিসি

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত