যুক্তরাষ্ট্রের রণতরি হংকংয়ে প্রবেশের অনুমতি দেয়নি চীন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৬, ১২:৪৩

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস জন সি স্টেনিস’ হংকং বন্দরে প্রবেশের অনুমতি দেয়নি চীন। শুক্রবার (২৯ এপ্রিল) পেন্টাগনের মুখপাত্র কমোডর বিল আরবানের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানান।

বিল আরবান বলেন, আমরা সম্প্রতি জানতে পেরেছি মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জন সি স্টেনিস ও এর সঙ্গী নৌযানগুলোকে হংকংয়ে প্রবেশের অনুমতি দেয়নি চীন। বর্তমানে নেতৃত্বদানকারী রণতরি ইউএসএস ব্লু রিজসহ অন্য রণতরিগুলোর হংকংয়ের বন্দরে প্রবেশের আমাদের দীর্ঘদিনের রেকর্ড রয়েছে। আশা করি এটি চলমান থাকবে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি হংকংয়ে প্রবেশের অনুমতি না দেওয়ার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি চীনা কর্তৃপক্ষ। হংকংয়ের নিরাপত্তা ব্যুরোও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত