পাকিস্তানে ঈদের আগে বিস্ফোরণ, নিহত ৫৪

প্রকাশ : ২৪ জুন ২০১৭, ১১:৫৯

সাহস ডেস্ক

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুররম এজেন্সির পারাচিনা ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পৃথক বোমা বিস্ফোরণে ৭ পুলিশসহ ৫৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২০ জন। খবর দ্য ডন

সবচেয়ে বড় হামলাটি ঘটে ২৩ জুন (শুক্রবার) সন্ধ্যায় শহরের একটি ব্যস্ত মার্কেটে সাধারণ ক্রেতাদের লক্ষ্য করে। ওইখানে দু’টি ভয়াবহ বোমা হামলায় ৪১ জন নিহত এবং শতাধিক আহত হন। প্রথম বোমা হামলার পর যখন হতাহতদের উদ্ধারে মানুষ জড়ো, ঠিক তখনই দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।  

হামলায় হতাহতরা ২৩ জুন (শুক্রবার) সন্ধ্যার আগে ইফতার কেনার জন্য ওই মার্কেটে গিয়েছিলেন। আফগানিস্তানের সীমান্তবর্তী পারাচিনার শহরে এই দু’টি বোমা হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

তবে এর আগে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পৃথক বোমা হামলায় ১৩ জন নিহত হয়। এদের মধ্যে ৭ জন পুলিশ সদস্য রয়েছেন। দেশটিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তালেবানের একটি সহযোগী গোষ্ঠী জামাত উল আহরার। এএফপি নিউজের বরাত দিয়ে খবরে আরও বলা হচ্ছে, এই হামলার জন্য দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত