ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগপত্র

প্রকাশ : ২৭ জুন ২০১৭, ১৩:০৪

সাহস ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টিমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গ্রহণ করেছেন দেশটির প্রধান সরকারি কৌঁসুলী।

টিমারের বিরুদ্ধে ব্রাজিলের সবচেয়ে বড় মাংস প্যাকেটজাত প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। তবে টিমার দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগপত্রের বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আদালত এখন সিদ্ধান্ত দেবেন এটি পার্লামেন্টের নিম্মকক্ষে পাঠানো হবে কী হবে না।

গত মাসে ব্রাজিলের বৃহত্তম মাংস প্যাকেটজাতকারী কোম্পানি জেবিএসের চেয়ারম্যান জয়েসলি বাতিস্তা ও প্রধান নির্বাহী ওয়েসলি বাতিস্তা একটি গোপন রেকর্ডিং উপস্থাপন করেন। এতে টিমারকে দেশটির সবচেয়ে বড় দুর্নীতির তদন্তে ব্রাজিল কংগ্রেসের নিম্নকক্ষের সাবেক স্পিকার কুনহাকে ঘুষ দেয়ার প্রস্তাব সমর্থন করতে শোনা গেছে।

বিবিসি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে টিমারের বিরুদ্ধে দুর্নীতির আরো কিছু অভিযোগ  উত্থাপন করা হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত