মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১৯ জুলাই ২০১৭, ১৮:০৫

সাহস ডেস্ক

মেক্সিকোর সীমান্তে  ৯০০ মাইল জুড়ে দেয়াল নির্মাণে প্রতিশ্রুতি ট্রাম্পের নির্বাচনী ইশতেহারের একটি। আর এবার শত বাধা সত্ত্বেও তার বাস্তবায়ন করতে যাচ্ছেন ট্রাম্প। সব কিছু ঠিক থাকলে মেক্সিকো সীমান্তে 'সোলার ওয়াল' তুলতে চলেছে আমেরিকা। আর এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

মূলত নিরাপত্তার স্বার্থেই ২ হাজার মাইল সীমান্তের মধ্যে ৭০০-৯০০ মাইল জুড়ে স্বচ্ছ দেয়াল তোলার পরিকল্পনা করা হয়েছে। আমেরিকার দক্ষিণ সীমান্তে তৈরি এই দেয়াল যেমন দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। তেমনই উৎপাদন করা হবে সৌর বিদ্যুৎও। এছাড়াও এমনভাবেই এটি নির্মাণ করা হবে যাতে সীমান্তের উলটো দিকের গতিবিধিও পরিষ্কার দেখা যায়।

কিন্তু দেয়ালের স্বচ্ছতায় এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? উদাহরণ দিয়ে ট্রাম্প বললেন, ধরা যাক, মেক্সিকো প্রান্ত থেকে ৬০ পাউন্ডের কোনও মাদক ভর্তি প্যাকেট ছোঁড়া হল। আমেরিকার দিকে সেনা বা অন্য কেউ যদি সেটা দেখতে না পান, তাহলে তো ওই বিপুল ওজনের প্যাকট মাথায় পড়বে। সেটা ভালো হবে কি? এছাড়াও, সীমান্তের ওপারের গতিবিধির উপর নজর রাখতেও স্বচ্ছতা রাখা দরকার। 

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত