ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা

প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৭:৩৪

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে নতুন ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। ফলে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,  ২২ জুলাই (শনিবার) ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হোসেইন দেহঘান এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র বানানোর জন্য নতুন এ উৎপাদন লাইনের ঘোষণা দেন।  

সাযযাদ থ্রি নামের ক্ষেপণাস্ত্রটি ২৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠতে এবং ১২০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে বলে দেহঘান জানিয়েছেন। 

ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমান, অজ্ঞাত উড়ন্ত যান, ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা হেলিকপ্টারের মত লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে পারবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গেল সপ্তাহে ওয়াশিংটনের আরোপ করা অর্থনৈতিক অবরোধের পাল্টায় তেহরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র বানানোর এ ঘোষণা এলো। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দেওয়ার অভিযোগে ইরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত