কুয়েত-আমিরাতের নাগরিকদেরও লেবানন ত্যাগের নির্দেশ

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৭, ১৮:০৮

সাহস ডেস্ক

সৌদি আরবের পর এবার কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও তাদের দেশের নাগরিকদের অতি দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এসব দেশের নাগরিকদের লেবাননে ভ্রমণে না করার জন্যও পরামর্শ দেওয়া হয়।

৯ নভেম্বর (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানায়, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি  নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে সৌদি বা অন্য কোনো গন্তব্য থেকে লেবাননে না যাওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে সৌদির ঘোষণার কয়েক ঘণ্টা পর কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও একই ঘোষণা দিয়েছে। এর আগে গত ৫ নভেম্বর (রবিবার) নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সৌদিজোটভুক্ত আরব দেশ বাইরাইন নিজ নাগরিকদের লেবানন ভ্রমণ থেকে বিরত থাকতে বলে।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর (শনিবার) সৌদি সফররত লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে  দাঁড়ানোর ঘোষণা দেন। তবে তার এ ঘোষণার সমালোচনা করে আসছে লেবাননের কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, সাদ আল  হারিরিকে সৌদি আরবে গৃহবন্দি করে রাখা হয়েছে। তবে সৌদি আরব বিষয়টি অস্বীকার করে আসছে।

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত