জেরুজালেম নীতি ঘোষণার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৩:২৩

সাহস ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জেরুজালেম নীতি ঘোষণার প্রতিবাদের পাকিস্তানে প্রতিবাদ অব্যাহত রয়েছে। 

২৯ ডিসেম্বর (শুক্রবার) জামায়াত-উদ-দাওয়া আয়োজিত ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

সংগঠনের নেতা হাফিজ সাঈদ বলেন, আমরা সব মুসলিম জনগোষ্ঠীকে জাগোনোর চেষ্টা করছি, তাদের একত্রিত করার মাধ্যমে আমরা ট্রাম্পকে কঠোর বার্তা দিতে চাই যে, মুসলিমরা কোনভাবেই ওই সিদ্ধান্ত মেনে নেবে না। 

বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে পাকিস্তানে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলীও ছিলেন।

ওয়ালিদ আল জাজিরাকে বলেন, পাকিস্তানের সব শ্রেণি-পেশার মানুষ ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানই একমাত্র দেশ যারা সরকারিভাবে এই প্রস্তাবের নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করেছে। এছাড়া একমাত্র দেশ হিসেবে তারা তাদের সংসদে এই দায়িত্ব-জ্ঞানহীন কাজের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে। 

প্রসঙ্গত. ১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছিল ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এর সমর্থন দেয়নি। আর ফিলিস্তিনিরা চায় দখলকৃত পূর্ব জেরুজালেম যেন তাদের রাজধানী হয়। এ কারণে সেখানে কোনও দেশ দূতাবাস স্থাপন করেনি। সবগুলো দূতাবাসই তেল আবিবে অবস্থিত। মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির বাইরে গিয়ে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। আর ফিলিস্তিনে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ।

 সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত