৫.৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠলো ইরাক-ইরান

প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৮, ১৭:২৩

সাহস ডেস্ক

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইরানের পশ্চিমাঞ্চলীয় কারমানসাহ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান-ইরাক সীমান্তে অবস্থিত কারমানসাহ প্রদেশে ভূমিকম্প আঘাত আনার পরই উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। ভূমিকম্প অনুভূত হয় ইরাকের রাজধানী বাগদাদেও।

ইরানের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইলাম এবং কারমানসাহ প্রদেশের মধ্যবর্তী সুমার শহরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের আঘাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছর কারমানসাহ প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৬২০ জন নিহত এবং আরও কয়েক হাজার মানুষ আহত হয়।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত