রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৮, ১৫:৫৪

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রেরে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া আর তাই এক অপরকে এক বিন্দু ছাড় দিতে রাজি না কেউই। আর তাই ক্রিমিয়া প্রজাতন্ত্রে বাণিজ্যিক পণ্য পাঠানোর অভিযোগে রাশিয়ার আরও কয়েকজন ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে আর একবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

২৬ জানুয়ারি (শুক্রবার) মার্কিন অর্থ মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় ২১ জন রুশ কর্মকর্তা ও নয়টি রুশ কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়।

এসব ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ, তারা ক্রিমিয়া প্রজাতন্ত্রে জার্মানির সিমেন্স কোম্পানির তৈরি গ্যাস টার্বাইন সরবরাহ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার উপ জ্বালানিমন্ত্রী আন্দ্রে চেরেজোভ রয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, নয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রতিহত করার লক্ষ্যে রাশিয়া ‘সতর্ক ব্যবস্থা’ গ্রহণ করবে।

সাহস২৪.কম/সিএনএন/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত