বেনাপোল কাস্টমস হাউস থেকে ৪টি শুটার গান উদ্ধার

প্রকাশ : ০৯ মে ২০২২, ২০:৪১

সাহস ডেস্ক

বেনাপোল কাস্টমস হাউস থেকে রবিবার সন্ধ্যায় অবৈধ চারটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। সংশ্লিষ্টরা জানান, বেনাপোল কাস্টমস হাউসে এন্টি শাখার পাশে পুরানো একটি অফিস রুম রয়েছে। কক্ষটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় সেখানে অব্যবহৃত কিছু মালামাল রেখে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়। রবিবার (০৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই রুম থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীদের আধাঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে পুড়ে যাওয়া পণ্যের মধ্য থেকে চারটি ওয়ান শুটার গান উদ্ধার করে।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, অস্ত্রগুলো অনেক পুরনো। তবে কীভাবে রুমের মধ্যে এলো তা পুলিশ তদন্ত করবে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাস্টমসের ওই পরিত্যক্ত রুম থেকে চারটি ওয়ার শুটার গান উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সাহস২৪.কম/এসএ.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত