থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে, নিহত ২

প্রকাশ : ২৬ মে ২০২২, ১৩:১৯

সাহস ডেস্ক

বান্দরবানের থানচি উপজেলার জীবননগর এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত আটজন। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টার দিকে বান্দরবান -থানচি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায়। স্থানীয় বিভিন্ন সূত্র বলছে, ওই গাড়িতে বুয়েটের শিক্ষার্থীরা ঘুরতে বের হয়েছিলেন। 

স্থানীয়রা জানায়, জীবননগর সড়কের ঢালে পর্যটকবাহী একটি কালো রঙের এক্সনোয়াহ মাইক্রোবাস রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পর্যটকের মৃত্যু হয়। এ সময় আরও ৮ পর্যটক আহত হন।

পুলিশ জানায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২০০ ফুট গভীর গিড়িখাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতের নাম নিশ্চিত হওয়া যায়নি। আহত বাকি আটজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত পর্যটক মো. ওয়াহিদ বলেন, ঢাকা থেকে থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে। 

থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে দুই জন মারা যান। ৮ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গাড়িটি বান্দরবান থেকে থানচি যাচ্ছিলো।

সাহস২৪.কম/এ আর/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত