সীতাকুণ্ডে বিস্ফোরণ

ফায়ার সার্ভিস কর্মী সহ নিহত ৩৭

প্রকাশ : ০৫ জুন ২০২২, ১৩:০৯

সাহস ডেস্ক

হাসপাতাল গুলোতে একের পর এক আসছে অ্যাম্বুলেন্স। নামানো হচ্ছে পুড়ে যাওয়া একের পর এক মৃতদেহ। এখন পর্যন্ত অগ্নিদগ্ধ ৩৭টি মৃতদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে পাঁচজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। এছাড়া ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য সহ এপর্যন্ত চার শতাধিক মানুষ আহত হয়েছেন ।

শনিবার (০৪ মে) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ঘটলো এই মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর রবিবার (০৫ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসতে শুরু করে মরদেহ। ফায়ার সার্ভিসের কর্মী ছাড়া অন্য নিহতদের পরিচয় শনাক্ত করা জানা যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত