বাংলালিংক, যমুনা ব্যাংককে আইনি নোটিশ, ৫.৮ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন সাকিব

প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ২০:০৯

সাহস ডেস্ক

তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি ভঙ্গ করে বাণিজ্যিক উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করেছে বাংলালিংক ও যমুনা ব্যাংক। সম্মতি ছাড়া ছবি ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দিয়েছেন সাকিব। আগামী সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ ও সম্মতি ছাড়া ছবি ব্যবহার থেকে প্রতিষ্ঠান দুটিকে বিরত থাকতে বলা হয়েছে নোটিশে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসানের পক্ষে তার আইনজীবী আশরাফুল হাদী। আইনজীবী বলেন, সাকিবের ছবি বিজ্ঞাপনে ব্যবহারের জন্য ২০১৪ সালের ২১ জানুয়ারি বাংলালিংকের সঙ্গে চুক্তি হয়েছিল। দুই বছর মেয়াদের এই চুক্তি পরে নবায়ন করা হয়নি। ‘সম্প্রতি আমার মক্কেল বিস্ময়ের সঙ্গে দেখেন যে ২০১৬ সালের ২০ জানুয়ারি চুক্তি শেষ হয়ে গেলেও বিভিন্ন জায়গায় বাংলালিংকের বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার করা হচ্ছে। এছাড়া যমুনা ব্যাংক কোনো অনুমতি না নিয়েই তাদের বিভিন্ন এটিএম বুথে এসব ছবি ব্যবহার করছে। প্রতিষ্ঠান দুটি যৌথভাবেও বাণিজ্যিক উদ্দেশ্যে এসব ছবি ব্যবহার করছে। এর মাধ্যমে বাংলালিংক ও যমুনা ব্যাংক আইন লঙ্ঘন করেছে এবং বাংলালিংক চুক্তির শর্ত ভঙ্গ করেছে।’ আশরাফুল হাদী আরও বলেছেন, সাকিব আল হাসানের ছবির ব্যবহার বন্ধ না করলে এবং নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করলে বাংলালিংক ও যমুনা ব্যাংকের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত