বগুড়ায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্টে ক্রেন চালক নিহত

প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ১২:২২

সাহস ডেস্ক

বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক খুঁটি স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্টে ক্রেন চালক নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় খামারবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন (৩৬) কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার নেমশিকালি গ্রামের তাজু মিয়ার ছেলে। আহত হারুনুর রশিদ (২১) চট্রগ্রামের বাঁশখালী উপজেলার বাড়িগ্রামের শফিউল আলমের ছেলে। তারা নেসকো লিমিটেডের ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সান্তাহার নেসকো বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওয়ায় আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে বৈদ্যুতিক খুঁটি বা পোল স্থাপনের জন্য বেশ কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদমদীঘির রেলওয়ে স্টেশনের কাছে খামার বাড়ি এলাকায় সিমেন্টের তৈরি খুঁটি ক্রেনের মাধ্যমে স্থাপন করার সময় পাশের বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে ক্রেনের চালক নাজিম উদ্দিন ও চালকের সহকারী হারুনুর রশিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। চালকের সহকারী আহত হারুনুর রশিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত