বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: আরও ২ লাশ শনাক্ত

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৫

চট্টগ্রাম প্রতিনিধি
ছবি : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত আরও দুটি লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৪ জুন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন দমকলকর্মীসহ নিহত হন ৫১ জন। আহত হয় ২৫০ এর বেশি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন বনিক জানান, এ নিয়ে নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জনের লাশ শনাক্ত করা হলো।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ডিএনএ পরীক্ষার মাধ্যমে নোয়াখালীর হাতিয়ার মো. মাইন উদ্দিন (২৩) ও কোম্পানীগঞ্জের মোঃ জুয়েল রানার (৩) পরিচয় শনাক্ত করা হয়। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিল। পরে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে শনাক্ত না হওয়ায় চমেক হাসপাতালের মর্গে পড়ে আছে দগ্ধ হয়ে মারা যাওয়া আরও ১২ লাশ।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত