উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে ১২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আহম্মেদ ফেরদৌস মানিক। ২৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. হাসান আল-মাহমুদ। সভাপতি ও সম্পাদক দু’জনেই বিএনপিপন্থী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নবনির্বাচিত সভাপতি-সম্পাদক কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে তার বাসভবন প্রাঙ্গণে এক আলোচনা সভায় যোগ দিয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।

ওইসময় এ্যানী তার বক্তব্যে বলেন, ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয় আমাদের হয়েছে। আশাকরি সকল আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী সংসদ নির্বাচনেও আমাদের জয় হবে। ২৫ তারিখ জেলা ব্যাপী বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান করেন এ্যানী।

এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের উপস্থিতিতে মুখরিত ছিলো আদালত পাড়া।

এ নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন (২), জহুর আহম্মদ, চৌধুরী, সহ-সম্পাদক রেজাউল করিম রাজু, জাহাঙ্গীর আলম, অডিটরঃ কামরুল হাসান রনি, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মাহির আসহাব, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূইয়া, সাইফ উদ্দিন খোকন।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত