ইসলামের প্রসারে কাজ করছে আওয়ামী লীগ সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশ : ৩০ মে ২০২৩, ১৪:৩০

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা


 আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ও আদর্শকে সামনে রেখে সবসময় ইসলামের প্রচার ও প্রসারে কাজ করছে  বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গত সাড়ে ১৪ বছরে আমরা ইসলামের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা দেশে প্রথম একটি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।
 

মঙ্গলবার (৩০ মে) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, পবিত্র কোরআনের ডিজিটাল ভার্সন তৈরি করেছি। শিশুদের মধ্যে বিনামূল্যে পবিত্র কুরআনুল করীম বিতরণ করা হচ্ছে। ‘ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হয়েছে। আমরা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছি। বিভিন্ন মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। কওমি মাদরাসা স্বীকৃতির বিল পাস করা হয়েছে। দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে। এবতেদায়ি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, আমরা ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ প্রণয়ন করেছি। হজের সার্বিক কার্যক্রম ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা হয়েছে। ফলে হজ কার্যক্রমে অব্যবস্থাপনা, অনিয়ম ও অসদাচরণের অভিযোগের প্রতিকার সহজ হচ্ছে।
আমরা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প হাতে নিয়েছি। এরইমধ্যে ২০০টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। আমরা জাতীয় শিক্ষা নীতিতে নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছি এবং মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমকে জাতীয় শিক্ষা নীতির অন্তর্ভুক্ত করেছি।

সরকারপ্রধান বলেন, শিক্ষা ও গবেষণায় আমরা বিশেষ জোর দিয়েছি। এক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের আমরা বৃত্তিসহ বিশেষ প্রণোদনা দিচ্ছি। দেশ-বিদেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গবেষণার জন্য তাদের সুযোগ করে দিচ্ছে। আমাদের নিরন্তর প্রচেষ্টার ফলে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, আবাসন, কমিউনিটি স্বাস্থ্যসেবা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল পরিষেবা, ঘরে ঘরে বিদ্যুৎ, দুর্যোগের প্রস্তুতি এবং জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন আর্থ-সামাজিক খাতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

শেখ হাসিনা বলেন, ২০০৬ সালে দারিদ্র্যের হার ৪১.৫ শতাংশ থেকে ২০২২ সালে ১৮.৬ শতাংশে এবং চরম দারিদ্র্যের হার ২৫.৫ শতাংশ থেকে ৬.৭ শতাংশে হ্রাস পেয়েছে। বাংলাদেশের জিডিপির আকার ২০০৬ সালে যেখানে ছিল মাত্র ৬০ বিলিয়ন মার্কিন ডলার; বর্তমানে তা ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় ৫৪৩ মার্কিন ডলার থেকে ২০২২ সালে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মানুষের গড় আয়ু বেড়ে ৭৩ বছর হয়েছে। বিগত সাড়ে ১৪ বছরে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ২১ এবং মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে জীবিত জন্মে ১২৩-এ নেমে এসেছে।

সমাবর্তনের শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজ তোমরা তোমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছ। অধ্যবসায়, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত এ সাফল্যের জন্য তোমরা গর্বিত হওয়ার যোগ্য। বিগত বছরগুলোতে শেখা জ্ঞান, সংস্কৃতি ও রীতিনীতি তোমাদের জীবনদর্শনে মিশে থাকবে এবং তা আগামী দিনগুলোতে বিশ্বায়নের যেকোনো পরিস্থিতির সঙ্গে অভিযোজনে তোমাদের সহায়তা করবে। আমি বিশ্বাস করি, এখানে তোমরা যে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করেছ এবং এই অসাধারণ বিশ্ববিদ্যালয়ের যে স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছ-তা সামনের দিনগুলোতে তোমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা যে শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠেছ, তার দিয়ে তোমাদের সব স্বপ্ন এবং সেই সঙ্গে তোমাদের পিতামাতা ও জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে সফল হবে।

সমাবর্তনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সফররত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ও আইইউটির চ্যান্সেলর হিসেইন ব্রাহিম ত্বহা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত