পশুর হাটে ইউটিউবার!

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৯:০৭

সাহস ডেস্ক
সংগৃহিত ছবি

'আমরা দাম কই একটা, তারা ভিডিওতে কয় আরেকটা। একজনের পর আরেকজন জ্বালাইতে থাকে। তাগো কারণে কাস্টমার গরুর কাছে আসতে পারে না।'

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে। গরু আসতে শুরু করেছে। কেনাবেচা তেমন একটা নেই। হাটে ক্রেতাদেরও আনাগোনা খুব একটা লক্ষ্যনীয় নয়। তবে হাটজুড়ে ইউটিউবারদের ভিড় দেখা গেছে।

হাটে এরইমধ্যে বেচা-কেনা শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে তাদের বিক্রির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন এক ঝাঁক ইউটিউবার। বিভিন্ন বয়সী শিশু-কিশোর, যুবকদের ভিড় চোখে পড়েছে এই হাটে। কারও হাতে মোবাইল ফোন, কারও হাতে ক্যামেরা। সবাই গরুর ভিডিও নিতে ব্যস্ত। কেউবা সাক্ষাতকার নিচ্ছেন বিক্রেতাদের।

ব্যাপারীরা আরও বলছেন, 'আমরা দাম কই একটা, তারা ভিডিওতে কয় আরেকটা। একজনের পর আরেকজন জ্বালাইতে থাকে। তাগো কারণে কাস্টমার গরুর কাছে আসতে পারে না।'

বিক্রেতারা বলেন, একজনের পর একজন আসে, দাম জিগায়, ভিডিও করে, ছবি তোলে। ফাও আলাপ করে। যত জনরে দাম কইছি, তার অর্ধেকও যদি কাস্টমার হইতো গরু বিক্রি হইয়া যাইত। সবাই ক্যামেরা নিয়া আসে, কে সাংবাদিক বুঝি না।

বিক্রেতাদের মতো বিরক্ত ক্রেতারাও। মিরপুর-১ নম্বর থেকে হাটে গরু কিনতে আসা জিহাদ হোসেন বলেন, একটা গরু দেখলাম। কাছে যাব, উপায় নাই। ইউটিউবারে ভরা।

ভিডিওধারণকারী একাধিক ব্যক্তি জানিয়েছেন, অনেকে পুরনো ইউটিউবার, কেউবা একেবারেই নবীন। গরুর ভিডিও প্রচার করে নিজ নিজ ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিতে চান তারা। তবে ব্যাপারী বা বিক্রেতাদের বিরক্ত করার বিষয়টি অস্বীকার করেছেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত