দেশে মুদ্রাস্ফীতি বেড়ে ৬.১৭ শতাংশ

প্রকাশ : ২১ মার্চ ২০২২, ২১:৩৮

সাহস ডেস্ক

দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুদ্রাস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ যা ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে খাদ্যদ্রব্যের ওপর ৬ দশমিক ২২ শতাংশ মুদ্রাস্ফীতি হয়েছে যা জানুয়ারিতে ছিল পাঁচ দশমিক ৬ শতাংশ। এতে দেখা যায়, এক মাসে খাদ্য মুদ্রাস্ফীতির হার বেড়েছে ৬২ বেসিস পয়েন্ট।

সোমবার (২১ মার্চ) ‘বাংলাদেশে ভোক্তা মূল্য সূচক (সিপিআই), মুদ্রাস্ফীতির হার ও মজুরি হার সূচক (ডব্লিউআরআই)’ শিরোনামে ফেব্রুয়ারি সংখ্যা প্রকাশ করে বিবিএস।

এতে দেখা যায়, চলতি বছরের জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতির হার বেশ বেড়েছে।

বিবিএস সারাদেশের ১৪০টি প্রধান প্রধান বাজার থেকে মূল্যের তথ্য সংগ্রহ করে। শহর এলাকার ৬৪টি, গ্রামীণ এলাকার ৬৪টি ও ঢাকা সিটি করপোরেশন এলাকার ১২টি বাজার থেকে এসব তথ্য সংগ্রহ করে সংস্থাটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত