যুব দিবস উপলক্ষে ইয়ুথনেট কুবির সাইকেল র‍্যালি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১৭:৩৪

কুবি প্রতিনিধি
ছবি: সাহস

'পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করি, নির্মল বায়ু নিশ্চিত করি। প্রতিটি রাস্তায় সাইকেল লেন বাস্তবায়ন করি।' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইকেল র‍্যালির আয়োজন করে ইয়ুথনেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সদস্যরা।

বুধবার (১ নভেম্বর) যুব দিবস উপলক্ষে ইয়ুথনেট কুমিল্লা জেলার উদ্যোগে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ক্লাইমেট পার্লামেন্ট, ইয়ুথ ফর কেয়ার, দ্যা আর্থ সোসাইটি ও প্রতীকি যুব সংসদের যৌথ সহযোগিতায় এই সাইকেল র‍্যালিটি অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে র‍্যালি শেষ হয়। 

কোটবাড়ি বিশ্বরোডের পাশে উপস্থিত সদস্যদের সমন্বয়ে বক্তব্য অনুষ্ঠান হয়। বক্তব্য অনুষ্ঠানে ইয়ুথনেট কুমিল্লা জেলা সমন্বয়ক মোহাম্মদ আল-আমিন বলেন, 'সাইকেল হচ্ছে একটি পরিবেশ বান্ধব যানবাহন। তাই বায়ু দূষণ থেকে পরিবেশকে রক্ষার্থে সাইকেলের ভূমিকা অপরিসীম। অতএব, সরকারের নিকট অনুরোধ রইলো প্রতিটি রাস্তায় নিরাপদ সাইকেল লেন তৈরি করার জন্য।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত